লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের দাফন প্রসঙ্গে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নিহতের প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা প্রাথমিকভাবে দেওয়া হবে।
পরবর্তীতে প্রত্যেক পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আহত দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।’
তিনি জানান, একজন যুগ্ম সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।