English

26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

মুক্তিযুদ্ধকে শেখ পরিবার কেন্দ্রিক করা হয়েছে: হাসনাত আবদুল্লাহ

- Advertisements -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আওয়ামী লীগকে খারিজ করে দেওয়া হয়নি। বরং আওয়ামী লীগ যে আওয়ামী লীগ ছাড়া অন্য সবাইকে খারিজ করে দিয়েছে, এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হচ্ছে।

সোমবার বিজয় দিবসে নিউজ টোয়েন্টিফোরের বিশেষ আয়োজন: আপোষহীন বাংলাদেশ-এ অতিথি হিসেবে অংশ নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহর কাছে সঞ্চালকের প্রশ্ন ছিল, যুক্তিযুদ্ধ থেকে যেভাবে আওয়ামী লীগকে একেবারে খারিজ করা হচ্ছে, সেই দলটার কি আসলেই কোনো ভূমিকা ছিল না?

জবাবে হাসনাত বলেন, আপনি দেখবেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, আওয়ামী লীগ শুধুমাত্র তার নিজ দলে যারা ছিল, তাদের ছাড়া.. (সবাইকে মাইনাস করেছে)। নিজ দলের অনেককেও মাইনাস করে ফেলেছে। মুক্তিযুদ্ধকে শেখ পরিবার কেন্দ্রিক করা হয়েছে। অর্থাৎ, যারা শেখ পরিবারের, তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের এস্পার-ওস্পার সবকিছু।

তিনি আরও বলেন, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করা হয়েছে, মওলানা ভাসানিকে মাইনাস করে ফেলা হয়েছে আওয়ামী লীগ থেকে। জিয়াউর রহমানের অবদানকে তো অস্বীকার করে ফেলা হয়েছেই, পরবর্তীতে মুক্তিযুদ্ধে ওনার কোনো সম্পৃক্ততা ছিল না এবং পাকিস্তানের সঙ্গে এফিলিয়েশন ছিল, এই ধরনের ন্যারেটিভ প্রতিষ্ঠিত করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন