সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছা ও সরকারের উদ্যোগ অপরিহার্য নিসচার পক্ষ থেকে এই আহবান পৌঁছে দেয়া হচ্ছে সকল রাজনীতিবিদদের কাছে এরই ধারাবাহিকতায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ সাক্ষাৎ করেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন নিসচার সাবেক মহাসচিব ও বর্তমানে ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
উল্লেখ্য, আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক নির্ধারিত ছিলো। যথা সময়ে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সেখানে পৌঁছান। অন্যদিকে নিসচা চেয়ারম্যান আসছেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্টাফদের আগেই অবগত করে রাখেন। ইলিয়াস কাঞ্চন পৌছালে স্টাফরা তাকে আন্তরিকতার সাথে গ্রহন করেন এবং মহাসচিব এর রুমে নিয়ে যান। এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মত বিনিময় সভা দীর্ঘক্ষণ চলে এবং নিসচার দাবির সাথে একমত পোষণ করে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন এবং গঠনমূলক পরামর্শ প্রদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেইসাথে তিনি রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভা, সেমিনার বা গেট-টু গেদার করার পরামর্শ দেন। যেখানে তিনি নিজেও উদ্যোগী হবেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার ভূমিকা নেবেন বলে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে জানান।
রাজনৈতিক ঐক্য ছাড়া কোন ভাবেই সড়ক দুর্ঘটনারোধ করা সম্ভব নয় বলেও তিনি একমত পোষণ করেন।
আলাপকালে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে আরো বলেন, সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে আমরা এক প্লাটফর্মে বসে এই সমস্যা সমাধানে উদ্যোগী হব। আমার বিশ্বাস সকল দল এগিয়ে এলে আপনার এই উদ্যোগটি সফল হবে।
পরিশেষে ইলিয়াস কাঞ্চন আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনার ডাকে আমি সব সময় পাশে থাকবো যেকোন সহযোগীতায় আমি আপনার পাশে আছি।