English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

মাস্ক না পরা অপরাধের শামিল: ফরহাদ হোসেন

- Advertisements -

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কভিড-১৯ এর বিস্তার রোধ এবং নিয়ন্ত্রণে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় সকলেরই দায়বদ্ধতা রয়েছে। এ জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, মাস্ক না পরা অপরাধের শামিল। মাস্ক না পরলে নিজে যেমন কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অন্যকেও রোগে সংক্রমিত করার ঝুঁকি থাকে। তাই, সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

আজ মঙ্গলবার মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার এবং হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে কভিড-১৯ এর সংক্রমণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এই সংক্রমণ যেন আর বৃদ্ধি না পায় সে জন্য জনগণকে আরো সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এ সংক্রমণ বৃদ্ধিরোধে সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিমন্ত্রী এ সময় জনসমাগম যথাসম্ভব পরিহার করার আহ্বান জানান।

মেহেরপুরের ডিসি ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন