দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার দেশের বিশিষ্টজনদের সঙ্গে সংলাপে বসবে নবগঠিত নির্বাচন কমিশন। এই সংলাপে দেশের ৩৫ বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর। জানান, সংলাপের শুরুতেই শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করবে ইসি।
রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া এ সংলাপে শুধু আলোচনা নয়, নির্বাচনের বিভিন্ন কৌশল সম্পর্কেও কমিশন বিশিষ্ট ব্যক্তিদের মতামত নেবে বলেও জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। এছাড়া আলাপ-আলোচনার মাধ্যমেও নির্বাচন কমিশন কর্মকৌশল ঠিক করার কথাও জানান।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্বচ্ছতা নিয়েই নির্বাচন কমিশন কাজ করতে চায় বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন গত ২৮শে ফেব্রুয়ারি। দায়িত্ব নেওয়ার পর এত তাড়াতাড়ি আগের কোনো কমিশন মতবিনিময় বা সংলাপে বসার উদ্যোগ নেননি। অবশ্য দায়িত্ব নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন- তারা আলোচনা বা মতামতের জন্য বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলগুলোকে চায়ের আমন্ত্রণ জানাবেন।