English

26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
- Advertisement -

বিএনপি নেতা ইশরাকের সঙ্গে ‘সহমত’ নাহিদ-সারজিস

- Advertisements -

দেশে আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতি পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দল-মত-ধর্ম-নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সঙ্গে অগ্রিম একাত্মতা প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (২৮ নভেম্বর) এক স্ট্যাটাসে এসব কথা বলেন ইশরাক। তার এই মন্তব্যের সঙ্গে ‘সহমত’ পোষণ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

নিজেদের ফেসবুকে ইশরাক হোসেনের স্ট্যাটাসটি শেয়ার করেছেন তারা।

স্ট্যাটাসে ইশরাক লিখেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব তা চলবে না।কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে তা গত কয়েক দিনে নিশ্চয়ই স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল-মত-ধর্ম-নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।’

তার এই স্ট্যাটাস নিজের ওয়ালে শেয়ার করে নাহিদ ইসলাম লিখেছেন, ‘এটা প্রজন্মের লড়াই।

নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত। ঐক্যবদ্ধ, প্রতিরোধ এবং পুনর্গঠন।’একইভাবে ইশরাকের এই স্ট্যাটাসের সঙ্গে একমত সারজিস আলমও। তিনিও লেখাটি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। সারজিস লিখেছেন, ‘ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থকে একপাশে রেখে দেশের মানুষের প্রশ্নে, দেশের প্রশ্নে যারা ঐকক্যবদ্ধ থাকবে তাদের সাথে আমরা সব সময় একাত্মতা পোষণ করব।
আমরা এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে একই সূত্রে গাঁথা ভাই, আমরাই আগামীর প্রজন্ম ৷এই মানসিকতা আমাদের সব সময় ছিল, আছে এবং থাকবে।’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন