কাতালান জায়ান্ট বার্সেলোনায় এসেছে বড় পরিবর্তন। অব্যাহত সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ। এখন এটা নিশ্চিত যে, বার্সায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। লিওনেল মেসিও অভিমান ভুলে বার্সায় ক্যারিয়ারের শেষ পর্যন্ত থেকে যেতে পারেন। এর মাঝেই আঁতোয়ান গ্রিজমানের দলবদলের খবর শোনা গেল।
বার্সেলোনা থেকে আঁতোয়ান গ্রিজম্যানকে দলে আনার প্রস্তাব দিতে প্রস্তুত ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিও। এল চিরিংগুইটোর রিপোর্টে এই দাবি করা হয়েছে। ফরাসি ক্লাবটি গ্রিজম্যানের পরিবর্তে মেমফিস ডিপেকে বদল করতেও প্রস্তুতি নিচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ক্যাম্পন্যুতে যোগ দেয়ার পর থেকেই ফর্মহিনতায় ভুগছেন ফরাসি তারকা গ্রিজম্যান। মেসির সঙ্গে তার মোটেও জমছে না। এই মৌসুমে বার্সার হয়ে এখনো গোলের দেখা পাননি। বার্সেলোনা থেকে বের করে লিগ ওয়ানে তাকে ফের মিলিত হবার সুযোগ করে দিতে চায় লিও।
বার্সেলোনা থেকে আঁতোয়ান গ্রিজম্যানকে দলে আনার প্রস্তাব দিতে প্রস্তুত ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিও। এল চিরিংগুইটোর রিপোর্টে এই দাবি করা হয়েছে। ফরাসি ক্লাবটি গ্রিজম্যানের পরিবর্তে মেমফিস ডিপেকে বদল করতেও প্রস্তুতি নিচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ক্যাম্পন্যুতে যোগ দেয়ার পর থেকেই ফর্মহিনতায় ভুগছেন ফরাসি তারকা গ্রিজম্যান। মেসির সঙ্গে তার মোটেও জমছে না। এই মৌসুমে বার্সার হয়ে এখনো গোলের দেখা পাননি। বার্সেলোনা থেকে বের করে লিগ ওয়ানে তাকে ফের মিলিত হবার সুযোগ করে দিতে চায় লিও।