সংবিধানে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার ঢাকায় আইসিটি টাওয়ারে এটুআই’র প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন। এদিন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন। আমরা সবার সঙ্গে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।