ফিরোজ আলম মিলন: দেশের বিভিন্ন এলাকায় গৃহীত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণে আর্থিক ব্যয় বৃদ্ধির প্রবণতা হ্রাস করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার (২১ মার্চ) জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির বৈঠকে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের চলমান প্রকল্প সম্পর্কিত ৮ম বৈঠকে গৃহীত সুপারিশ বাস্তবায়ন এবং চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বিসিক শিল্প অঞ্চলের উন্নয়ন আশানুরূপ না হওয়ায় আরও যত্নবান হওয়ার সুপারিশ করা হয়। চলমান প্রকল্পের কাজ শুরুর আগে গুরুত্ব বিবেচনা করে সঠিক কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় গৃহীত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণে আর্থিক ব্যয় বৃদ্ধির প্রবণতা হ্রাস করার সুপারিশ করা হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইএমইডির কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।