সম্প্রতি দক্ষিণ করপোরেশনে গাড়ি চাপায় এক শিক্ষার্থী নিহতের পর দিনই আবার উত্তর সিটি করপোরেশনে গাড়ি চাপায় আরেক জন মারা যাওয়ার কারণ খোঁজা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে শিশু একাডেমিতে বঙ্গবন্ধু মুর্যাল উদ্বোধন ও জয়তি টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন তিনি। দুর্ঘটনায় মৃত্যু দুঃখজনক জানিয়ে, রাস্তায় চলাচলে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রীর।
চালকদেরও আইন মেনে গাড়ি চলানোর নির্দেশ দেন তিনি। সম্প্রতি দুর্ঘটনায় দায়ীদের এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের গাড়ি ভাংচুর ও বিক্ষোভ না করে ক্লাসে ফেরার ও আহবান জনানা শেখ হাসিনা।
আইন কারো হাতে তুলে না নেয়ার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, দুর্ঘটনার পর গাড়ি ভাংচুর অগ্নি সংযোগ কারা করেছে তাদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।