আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় জিপ গাড়িসহ ১৫টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পৃথক পাঁচটি প্রস্তাবের মাধ্যমে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক ইউরিয়া আমদানি এবং কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া ক্রয় করবে। এ ছাড়া সেৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং মরক্কো থেকে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
সভায় ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই মসুর ডাল ক্রয় করা হচ্ছে। সর্বনম্নি দরদাতা প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই ডাল সরবরাহ করবে। প্রতি কেজি ১১১.৮৫ টাকা হিসাবে মোট ব্যয় হবে ৬৭ কোটি ১১ লাখ টাকা।