অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে নিরাপদ সড়কের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, সরকার নাকে তেল দিয়ে ঘুমায়। কী করেছেন উনি (সরকার) পাঁচ মাসে। আছে কোনো ইনিশিয়েটিভ (পদক্ষেপ)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নিরাপদ সড়ক আন্দোলন (নিসচা) শিক্ষার্থীদের জন্য ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান আক্ষেপ ও ক্ষোভ নিয়ে বলেন, কী করেছেন তারা? যিনি আমাদের তত্ত্বাবধায়ক, যিনি আমাদের সড়কের দায়িত্বে, উনি কি করেছেন। সব দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দিবেন?
ইলিয়াস কাঞ্চন বলেন, যোগাযোগ (সড়ক) মন্ত্রণালয়ের কাজ কী? তাদের কাজ সড়ক তৈরি করা। তাদের সড়ক ২৪ হাজার। আর স্থানীয় সরকারের আওতায় পৌনে দুই লাখ সড়ক। কই তারা কি কিছু দেখছে? তারা বসে আছে। সিটি করপোরেশনের দায়িত্ব শহরের সবকিছু দেখা। এখানে কার কী দায়িত্ব সেটাই জানে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কী? তারা কী করছে। কোনো সমন্বয় নেই।
ইলিয়াস কাঞ্চন বলেন, সরকার ও রাজনৈতিক নেতাদের ছাড়া নিরাপদ সড়ক আন্দোলন সফল করা সম্ভব না। আমরা দাবি তুলতে পারি কিন্তু সেটা সফল করবে সরকার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক শিক্ষক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে সড়কে শিক্ষার্থীদের মৃত্যুহার কমানো। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে সড়কে সবচেয়ে বেশি মৃত্যুহার তরুণদের। স্কুল কলেজগুলোতে অনেকগুলো ক্লাব থাকে। এসব ক্লাবের পাশাপাশি নিরাপদ সড়ক নিয়ে ক্লাব করতে হবে। যারা সড়কের সচেতনতা নিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্তি ও সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ অন্যান্যরা।
তারা বলেন, সড়কে সবচেয়ে বেশি হতাহত হয় পথচারীরাই। এক্ষেত্রে বেশিরভাগ সময় চালকের অসতর্কতার সাথে সাথে পথচারীদের অসচেতনতাও দায়ী। সড়ক নিরাপদ করতে হলে, পথচারীদেরকেই সড়কের বিভিন্ন চিহ্ন, প্রতীক ও আইন সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, সড়কে বর্তমানে ব্যক্তিগত গাড়ি, বিশেষ করে বাইকের সংখ্যা অনেক বেড়েছে। সড়ক দুর্ঘটনার বেশিরভাগই হচ্ছে বাইক সড়ক দুর্ঘটনা। এক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ চালকরাই দেশীয় আইনের লেন, গতিসীমা, হেলমেটের ব্যবহার সম্পর্কে অবগত নন বা মানতে চান না। কীভাবে বাইকচালকরা আইনে মেনে সড়কে চলাচল করবেন সেজন্য নিসচা এই আয়োজন করেছে।