English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

‘না ভোট’সহ ৩ প্রস্তাব তুলে ধরলেন ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

‘না ভোট’ দেওয়ার বিধানসহ তিনটি প্রস্তাব নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কাছে তুলে ধরেছেন সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় এ প্রস্তাব দেন তিনি।

সভা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন ‘না’ ভোট দেওয়া যায়, সেই ব্যবস্থা রাখতে হবে।

তিনি বলেন, নির্বাচনে কারও প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হতে হতে মেয়াদ চলে যায়। বাদী বিচার পান না। এ ব্যাপারে তিনি প্রস্তাব করেন, নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে যাতে কমিশনই দ্রুততার সঙ্গে বিচার করতে পারে। বাদী যাতে বঞ্চিত না হন, তিনি তাঁর অধিকার ফিরে পেতে পারেন।

অপর প্রস্তাবের বিষয়ে একুশে পদক বিজয়ী ইলিয়াস কাঞ্চন বলেন, বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নানা কিছু কিনে অনেক টাকা তছরুপ করেছে। যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। স্বচ্ছতা কীভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেটার ব্যবস্থা করত হবে। তা না হলে জনগণের আস্থা ফেরত আসবে না। জনগণ মনে করবে, এরাও আগের মতোই।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন