English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না: হাসনাত

- Advertisements -

দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‌‌‌‘বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি। বাংলাদেশের মানুষ আষ্টেপৃষ্টে ফ্যাসিবাদী শিকলে বাঁধা ছিল, এটাই চরম সত্য কথা।’

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজম্ম। যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম, মোবাইল নিয়ে পড়ে থাকত সেই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। একসময় ভোট দেওয়ার অধিকার ছিল না, স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না, সাংবাদিকরা নিজেদের মতো করে পেশাদারিত্ব পালন করবে সেখানেও বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম ওই ফ্যাসিবাদী চক্র নিয়ন্ত্রণে রেখেছিল। তরুণ প্রজম্মই আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনীতি চাই যে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে। আমরা অতীতের গুম, খুন, হত্যা, নিপীড়ন-নির্যাতন চাই না। আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা এক ও ঐক্যবদ্ধ। দেশে আর কোনো রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না, প্রাণহানি চাই না।’

হাসনাত বলেন, ‘দেশের বিভিন্ন পদে পদে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটগুলো সব সময়ই ঐক্যবদ্ধ থাকে ও ধরা ছোঁয়ার বাইরে থাকে। যারা দেশের অকল্যাণ চায়, দেশের মানুষের অকল্যাণ চায়, তাদের বিরুদ্ধে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা যে করেই হোক এই সিন্ডিকেট ভেঙে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করব।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন