English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ড. ইউনূসকে নারী দলের জার্সি উপহার

- Advertisements -

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শিরোপাজয়ী মেয়েদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি যমুনায় প্রবেশ করে। তখন প্রধান উপদেষ্টার সামনে ট্রফি উপস্থাপন করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। একইসঙ্গে তিনি ড. ইউনূসের হাতে নিজের নাম সংবলিত একটি স্মারক জার্সি তুলে দেন।

এরপর নারী ফুটবলারদের সঙ্গে ফটোসেশন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ২৩ ফুটবলারের পাশাপাশি ওই বহরে ছিলেন নারী দলের ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলার।

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন