English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১, ২০২৫
- Advertisement -

জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা, প্রত্যাখ্যান ট্রেইনি চিকিৎসকদের

- Advertisements -

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার কথা বলছে সরকার। তবে তাতেও মানছেন না চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের বাসায় আয়োজিত এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ ও ডা. হুমায়ুন কবীর হিমু জানান, জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা পাবেন চিকিৎসকরা। তবে সেখানে থাকা আন্দোলনের প্রতিনিধিরা থাকলেও এই ঘোষণায় মাঠ ছাড়েননি ট্রেইনি চিকিৎসকরা। সন্ধ্যা ৬টার দিকেও শাহবাগে তাদের অবস্থান চলমান।

আন্দোলনকারী এক চিকিৎসক জানান, আলোচনায় জুলাই থেকে ৩৫ হাজার করা হবে এমন প্রস্তাবে চিকিৎসকরা রাজি নন। তারা এখন থেকেই ৩৫ কার্যকর চান। তাই তারা এখনো শাহবাগে অবস্থান করছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন