স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত-শিবির নিষিদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও সুশীলদের দাবি ছিল। সেটি প্রক্রিয়াধীন।
বুধবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস দমন আইনের-১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এখনও প্রক্রিয়াধীন। যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। প্রজ্ঞাপন জারি হবে যে কোন মুহূর্তে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত শিবির চলমান পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় পালন করা হবে। সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।