English

18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

জনগণ খুনি হাসিনার দোসরদের ফাঁসির মঞ্চে দাঁড় করাবে: সারজিস

- Advertisements -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা খুনি হাসিনা সরকারের দোসরদের বলে দিতে চাই, আপনারা যে তলায় লুকান না কেন বাংলাদেশের জনগণ আপনাদের খুঁজে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে এক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয়। কিন্তু বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদিবিরোধী। যে মোদি মুসলমানদের রক্তের ওপর দিয়ে ভারতের ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, সম্পর্ক হবে দেশের সঙ্গে দেশের, ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয়; দলের সঙ্গে দলের নয়৷ বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোনো দেশ, কোনো দল কিংবা কোনো মানুষ বিন্দুমাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি হয়েছে। এর থেকে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রীর হয়নি, এমনকি আগামীর বাংলাদেশেও হবেনা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সভাপতি আব্দুর গফুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক রেদোয়ান হোসেনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন