English

20 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

ছাত্র আন্দোলনে নিহত-আহত ও গুমের তথ্য সংগ্রহে ওয়েব পোর্টাল

- Advertisements -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহে ওয়েব পোর্টাল redjuly.live এর উন্মোচন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে করে পোর্টালটির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পোর্টালটির উদ্যোক্তা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলহাম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি সাধারণ আপমর জনতার ভূমিকা ছিল। প্রাথমিকভাবে ছাত্রজনতা যারা শহিদ, আহত ও নিখোঁজ আছে প্রাথমিকভাবে ঢাকা ও ঢাকার আশপাশের জেলার হতদরিদ্র মানুষ যারা আহত আছেন তাদের তুলে ধরা, আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য আমাদের এ উদ্যোগ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের শিক্ষক ও ওয়েব পোর্টাল তৈরির সংগঠক অধ্যাপক মাহফুজ সাত্তার বলেন, ইতিহাসের বিকৃতি রোধে আমাদের এই উদ্যোগ। আজ থেকে ১০ বছর পরে যেন কেউ মিথ্যা দাবি করতে না পারে, যে সে আন্দোলনের সাথে ছিল বা শারীরিক অন্য ক্ষত নিয়ে আন্দোলনের দোহাই দিয়ে সুবিধা ভোগ না করতে পারে। ইতিহাসের বিকৃতি রোধে ছাত্রদের এই উদ্যোগে আমরা সর্বপোরি সহযোগিতা করেছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামালউদ্দিন রুনি, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি ছাত্তার, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ জিতু, মালিহা নামলাসহ আরও অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন