বিএনপির সাত সদস্য আজ রবিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় ৫জন সশরীরে উপস্থিত ছিলেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন স্পিকার। বাকি দুই জনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গেজেটের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ রবিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসি আলমগীর বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক ব্যাপার। কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন অনুষ্ঠিত করা। বিএনপির দাবি থাকলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম ব্যবহার করবে কমিশন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আস্থা ফেরাতে কাজ করবে ইসি।
কোনো একটি দলের কথায় কমিশন পদত্যাগ করবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।