প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসির নিজ কক্ষে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পিটার হাস বলেছেন, নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। গণতন্ত্রে সহিংসতার কোন স্থান নেই।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতীতে সংলাপের কোনো বিকল্প নেই। গণতন্ত্রে সহিংসতা কোনো স্থান নেই। আমরা স্বচ্ছ নির্বাচনের আহ্বান জানিয়েছি।