আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের বাইরে চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন পেয়েছি।
বৃহস্পতিবার (৬ মে) তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে, আজ সকালে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আশা করছি মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে সরকার।’
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে ৫ মে রাতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার লিখিত আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে যান। এই আবেদনটি ৫ মে রাতেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।