বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী বেগম সারাহনাজ কামালিকা রহমান ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ছিলেন।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ছিলেন।’
ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান, ‘সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি রাজনীতিতে আগ্রহ সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টিকে ‘রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা’ ও ‘এই সময়ের জন্য ইতিবাচক’ বলে মনে করছেন। কোনও রাজনীতিকই উদ্ধৃত হতে সম্মতি দেননি, তাদের ভাষ্য— প্রাতিষ্ঠানিক কারণে বিষয়টি স্পর্শকাতর।
বাংলা ট্রিবিউনের কাছে একাধিক দলের শীর্ষনেতা বলেছেন, রাজনীতির নিকট অতীতে সাবেক কোনও প্রধানমন্ত্রীর বাসায় সেনাপ্রধানের আগমনের বিষয়টি এই প্রথম। বিএনপির বিভিন্ন পর্যায়ে আলাপ করে জানা গেছে, সেনাপ্রধান বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এ ঘটনায় প্রতিবেদকের কাছে মন্তব্য করেন, ‘আলহামদুলিল্লাহ।’
গণতন্ত্র মঞ্চের প্রভাবশালী একজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনা ইতিবাচক বার্তা দেয়। দেশের রাজনীতিতে এ ধরনের ঘটনা বিরল।’
মূলত বৃহস্পতিবার সকালের দিকে সেনাপ্রধানের গুলশানে আসার বিষয়টি নিশ্চিত হয়। যদিও খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের চল্লিশ মিনিটের পুরো আলাপের বিষয়ে কিছু জানা যায়নি।
বিএনপির উচ্চপর্যায়ের সূত্র বলছে, আগামী কয়েকদিনের মধ্যে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। শারীরিক সুস্থতা থাকা সাপেক্ষে এই বিমানসফর শুরু করবেন তিনি। লন্ডন থেকে বেগম জিয়া আমেরিকায় যাবেন। চিকিৎসক, সহকারীসহ অন্তত ১৭-১৮ জনের একটি টিম খালেদা জিয়ার লন্ডন-সফরসঙ্গী হবেন।
বিদেশ যাওয়ার প্রাক্কালে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎটিকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেন একাধিক রাজনীতিক।