বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ১৪ ফেব্রুয়ারী ২০২১ সংসদ মেডিকেল সেন্টারে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা গ্রহণ করেন স্পীকার। ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভ্যাকসিন গ্রহণ শেষে স্পীকার বলেন, “ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলেরই এই ভ্যাক্সিন গ্রহণ করা জরুরি।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেডিকেল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।