করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রবিবার (৯ ডিসেম্বর) সকালে ৮টি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় করোনার নতুন ভ্যারিয়েন্টের বিষয় সচেতন থেকে স্বাস্থ্যবিধি মানতে সকলের প্রতি আহ্বানও জানান তিনি।
এর আগে গতকাল মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যাত্রীবাহী বাস, ট্রেন, লঞ্চসহ সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব ধরনের দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। শীঘ্রই এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা আসবে বলেও জানান তিনি। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই হার আগের চেয়ে ৪০০ গুণ বেশি।
আসন্ন করোনার নতুন ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে, জাতীয় কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী সরকার দুয়েকদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বলেও জানান তিনি।