English

26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

এখনও বিতরণ হয়নি দেড় কোটি স্মার্টকার্ড

- Advertisements -

ছাপানোর পর মাঠ পর্যায়ে পাঠানো হলেও এখনও প্রায় দেড় কোটি উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিরতণ করা হয়নি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আট কোটি ১৪ লাখ ৩৬ হাজার ৯৫টি স্মার্টকার্ড ছাপানো হয়েছে। এর মধ্যে বিরতণ করা হয়েছে ছয় কোটি ৬৪ লাখ ৬ হাজার ২৫৯টি।

আর এখনও বিতরণ করা হয়নি এক কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নির্বাচন কমিশন কার্ড বিতরণ করে থাকে। যদিও এখনও বরিশাল অঞ্চলে আট লাখ ৪৮ হাজার ২৪৪টি, চট্টগ্রাম অঞ্চলে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি, কুমিল্লা অঞ্চলে ১৯ লাখ ৪৭ হাজার ৭৩৫টি, ঢাকা অঞ্চলে ৩৭ লাখ ৭৩ হাজার ১৬৫টি, ফরিদপুর অঞ্চলে ছয় লাখ ৭৩ হাজার ৪১টি, খুলনা অঞ্চলে ১৪ লাখ ৪৯ হাজার ৬৭০টি, ময়মনসিংহ অঞ্চলে ১৭ লাখ আট হাজার ৬৯১টি, রাজশাহী অঞ্চলে ১১ লাখ ৫০ হাজার ৬০০টি, রংপুর অঞ্চলে ১৩ লাখ ৮৯ হাজার ৫৯৩টি এবং সিলেট অঞ্চলে আট লাখ ৩৯ হাজার ৪৭৭টি স্মার্টকার্ড বিতরণ হয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অবিতরণকৃত স্মার্টকার্ড দ্রুত বিতরণের জন্য সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি ইসি সচিব শফিউল আজিমও এক নির্দেশনায় মাঠ কর্মকর্তাদের স্মার্টকার্ড বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন। 
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন