ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ঈদুল ফিতর সামনে রেখে অনেক মানুষ গ্রামে যাবে।
ঈদ যাত্রায় কেউ কোনো সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করুন। গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপার এবং বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়ালসভায় এই নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি মো. হায়দার আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।