পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ইসলামের বিরুদ্ধে সরকার কোনো কাজ করবে না। একটি গোষ্ঠী বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে।’
আজ মঙ্গলবার দুপুরে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। সেমিনারে ১১ উপজেলার শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।
মন্ত্রী ইমামদের উদ্দেশ্যে বলেন, এসব কথায় কান দেবেন না, ইসলামের অবমাননা হয়, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না।
তিনি বলেন, যারা রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙেছে, ভাঙার হুমকি দিচ্ছে, তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রকল্পের পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান, মাওলানা.নুর উদ্দিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুজিববর্ষের লগো সম্বলিত লালসবুজ রঙের ছাতা শতাধিক ইমাম ও আলেম ওলামাকে উপহার দেন মন্ত্রী।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন