English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চন এবং যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এর মত বিনিময় অনুষ্ঠিত

- Advertisements -

গতকাল সন্ধ্যায় উপদেষ্টা মহাদয়ের পক্ষ থেকে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এর আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিব সাহেব।

নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিবের আমন্ত্রণে নিসচা চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেইলী রোডের মন্ত্রী পাড়ায় উপদেষ্টার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক এ সাক্ষাৎকালে ইলিয়াস কাঞ্চনের সাথে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

দ্বিপাক্ষিক বৈঠকে কুশলাদি বিনিময় পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিব নিরাপদ সড়ক চাই এর ভূয়সী প্রসংশা করে বলেন, আমি স্থানীয় সরকার উপদেষ্টা হয়েছি সিটি কর্পোরেশন থেকে শুরু করে গ্রামীণ জনপদের এই জায়গাগুলোতে সড়কের নিরাপত্তা প্রতিষ্ঠা এবং নগর জীবনে জনগণের ভোগান্তি কতটা কমানো যায় তার ওপরে আমরা একটি ওয়াদা করেছি। এই বিষয়ে, আপনি যেহেতু নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং রোড সেফটি বিষয়ে পাইওনিয়র এবং আপনি এই কাজগুলো দীর্ঘদিন ধরে করছেন সেই সাথে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারের আলোকে আপনার অভিজ্ঞতা বর্তমান সরকার কাজে লাগাবে।

আমরা আপনার পরামর্শ এবং সহযোগীতা চাইব এই কারণেই আজ আপনার সাথে আমাদের এই মতবিনিময় সভার আয়োজনটি করা।

নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন উপদেষ্টা আসিফ মাহমুদ এর এই প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেন। এরপর ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই এর ইতিহাস প্রেক্ষাপট এবং তার লক্ষ্য ও কাজের অভিজ্ঞতা ও প্র্যাকটিক্যাল ফিল্ডের অভিজ্ঞতা, জাতিসংঘের ডিকেড ঘোষণা, মিনিস্ট্রিয়াল বৈঠকের বিষয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এডিবি সহ রোড সেফটি বিষয়ে পদক্ষেপ একে একে উপদেষ্টার সামনে তুলে ধরেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিব ভীষণ আগ্রহ নিয়ে ইলিয়াস কাঞ্চনের কথাগুলো শুনেন এবং আনন্দের সাথে বলেন সত্যিকার অর্থে বিশাল একটা অভিজ্ঞতার ভান্ডার আপনি। আমরা আশা করি আপনি আমাদের সাথে থাকলে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় অনেক দুর আমরা এগিয়ে যেতে পারব।

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিব বলেন, আমরা শুধু আপনাকে নয় এই দেশে সড়ক নিরাপত্তা বিষয়ে আরো যেসব প্রতিষ্ঠান কাজ করছে প্রত্যেককে আমরা সাথে নিয়ে কাজ করব। আমাদের উদ্দেশ্য একটাই সড়কের নিরাপত্তা ও সড়কে জনগণের যানমালকে নিরাপদ করা এবং শহরাঞ্চলে গণপরিবহন ও জনজীবন এর যে ভোগান্তি তা দুর করা।

আলোচনার এক মুহুর্তে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এ ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরেন। সেসময় কোন প্রেক্ষাপটে নিরাপদ সড়ক দিবসটি এসেছে এবং সেটি কিভাবে পালিত হচ্ছে এসব বিষয় ইলিয়াস কাঞ্চন বিশদ আকারে তুলে ধরেন । নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর সাথে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে অনাকাংখিত ঘটনা ঘটে যাবার কথা শুনে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিব ভীষণ অবাক হন। তিনি বলেন এই ধরনের ঘটনা অনাকাংখিত এমনটি হবার কথা নয়। যে বা যাহারা এই কাজটি করেছে এটি কখনোই সমর্থন যোগ্য নয়। নিরাপদ সড়ক চাই আন্দোলনে যারা সংশ্লিষ্ট তারাওতো নিরাপদ সড়ক চাইকে ধারন করেই এই আন্দোলনটি করেছিলো। আমার বিশ্বাস ভবিষ্যতে আর এই ধরনের কাজের অবতরণ হবেনা।

পরিশেষে পারস্পারিক সৌহার্দ্যর মধ্য দিয়ে মতবিনিময় শেষ হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন