ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তুরস্কে ৮৯তম ইন্টারপোল সাধারণ সম্মেলনের ২য় দিনে আজ (২৪ নভেম্বর) বিভিন্ন কর্ম অধিবেশনে অংশগ্রহণ করেছেন।
ইন্টারপোলের ১৯৪টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ইত্যাদি অপরাধ দমন কৌশল নির্ধারণ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করছেন।
আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হচ্ছেন। আগামীকাল (২৫ নভেম্বর) এ সম্মেলন শেষ হচ্ছে।