এবার নিজের ভুলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ডা. মুরাদ হাসান।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন বিতর্কিত কর্মকাণ্ডের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসান।ওই স্ট্যাটাসে ডা. মুরাদ হাসান লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আমি যে ভুল করেছি তা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো। ’