মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মোহা. শফিকুল ইসলামকে তাঁর অবসরোত্তর ছুটি ও অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে ৩০ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। রাষ্ট্রপতির আদেশে চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান এ প্রজ্ঞাপনে সই করেছেন।
এর আগে ২১ অক্টোবর পৃথক একটি আদেশে মোহা. শফিকুল ইসলামকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। ২৯ অক্টোবর ৫৯ বছর পূর্ণ হচ্ছে মোহা. শফিকুল ইসলামের। সরকারি বিধি অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাঁর অবসরসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।