দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এই স্লোগান প্রমাণ করে বিএনপির প্রতিষ্ঠাতারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল।’
শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আজ শনিবার সাভারের সিটি সেন্টারের সামনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) আবার সেই স্বপ্ন দেখছে। কিন্তু সাভারের মাটিতে বিএনপি রাজাকার ও পঁচাত্তরের খুনিদের কোনো ঠাঁই নেই, কোনো জায়গা নেই। আমরা বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর গায়ে একটা আঁচড়ও লাগাতে দেব না।’
এনামুর রহমান বলেন, ‘আমরা আজকে রাজপথে যেভাবে বিক্ষোভ করেছি, সেইভাবে আমরা আমাদের সরকারকে, সরকার প্রধানকে পাহারা দেব। রাজপথের ওলিতে গলিতে আমাদের প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দল, সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী দল। আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের এই অশুভ উক্তির দাঁত ভাঙা জবাব দেব।’
এ সময় সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।