অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছে। আকাঙ্ক্ষা পূরণ করব, এটাই অঙ্গীকার। এটা কেবল যে সরকারের অঙ্গীকার, তা নয়। এই অঙ্গীকার আমাদের সকলের।’
তিনি বলেন, ‘এতদিন স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার বলতে কিছু ছিল না। প্রশাসন দীর্ঘদিন ধরে ফ্যাসিজমের কমান্ড শুনতে শুনতে অভ্যস্ত হয়ে আছে। আগামীর বাংলাদেশে আর কোনো নিপীড়ন দেখতে চাই না।’
আজ শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক এহসান মাহমুদের ‘স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার আওয়ামী লীগের শাসনামল বাংলাদেশ ২০০৯-২০২৩’ বইয়ের পাঠ পর্যালোচনা শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সভা ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘আদর্শ’।