পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, আগামীকালের (বৃহস্পতিবার) চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উত্তরমুখী যাত্রাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ডিআইজি নুরুল ইসলাম বলেন, ‘উত্তরমুখী মানুষের সংখ্যা অনেক বেশি। ১৬টি জেলার মানুষ একসঙ্গে যাত্রা করবেন। একইসঙ্গে টাঙ্গাইল, জামালপুরের প্রচুর সংখ্যক মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। এ মানুষগুলোর বিরাট একটা অংশ যারা কর্মজীবী না অথবা সরকারি কর্মজীবী তারা কিন্তু গতকাল কিংবা গত পরশুদিন থেকেই যাতায়াত শুরু করেছেন।’
তিনি বলেন, ‘আগামীকাল (২০ এপ্রিল) সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গার্মেন্টস ছুটি হওয়ার পর একযোগে মানুষ সড়কে নামবেন। তারা গ্রামে ফিরবেন। তবে সে ব্যবস্থাটাও আমাদের রয়েছে। আমরা সার্বক্ষণিক সড়কে রয়েছি। আমরা সিনিয়র কর্মকর্তারা মনিটরিং করছি কন্টিনিউয়াসলি।’