যৌক্তিক কারণ ছাড়া এবং শ্রমিক আইন না মেনে কোনো মালিকপক্ষই শ্রমিক ছাঁটাই করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এ ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে আরএমজি খাতের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা জানান তিনি।
সচিব বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং শ্রম আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্যাক্টরির মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হবে।
সভায় জানানো হয়, টিএনজেড লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিতে অতিরিক্ত সচিবের (শ্রম) নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), শ্রমিক প্রতিনিধি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্য রয়েছেন।
কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম নিয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরিশোধে ব্যর্থ হলে টিএনজেড লিমিটেডের মালিক ও প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হবে।