English

28 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫
- Advertisement -

অন্তত দুই বিলিয়ন ডলারের পাটপণ্য রপ্তানি করতে চায় সরকার: বাণিজ্য উপদেষ্টা

- Advertisements -

বস্ত্র পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বর্তমান সরকার পাঁচ বিলিয়ন না হলেও অন্তত দুই বিলিয়ন ডলারের পাটজাত পণ্য রপ্তানি করতে চায়। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) পাঁচদিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, পাট রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসুন, আমরা প্রয়োজনীয় সবকিছুই করবো। পাঁচ বিলিয়ন না হলেও দুই বিলিয়ন ডলারে যেতে কী করতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে, প্রতিশ্রুতি দিচ্ছি আমি তা করবো।

পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এখানে কৃষকদের বীজ, সার, পাট পচন প্রক্রিয়া সহজীকরণ ও গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এছাড়া শিল্প সহায়তার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম ও নীতি সহায়তায় মন্ত্রণালয় কাজ করছে। বিশেষত, জেপিডিসির মাধ্যমে এক হাজারের বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসিতে) একটি বিক্রয়কেন্দ্র করেছি, পাটপণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, কোভিড পরবর্তী সময়ে পাটজাত শিল্পপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। আমরা তখন রপ্তানিতে বিলিয়ন ডলার অতিক্রম করেছিলাম। কিন্তু কাঁচা পাটের বাজারে একটা অনিয়ন্ত্রিত মূল্য সৃষ্টি হলো, দুই হাজার টাকার পাট সাত হাজার টাকা হয়ে গেল। এর ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এতে শিল্পোদ্যোক্তারা গত দু-তিন বছর ধরে সমস্যায় পড়েছেন। এ অবস্থা থেকে তাদের পরিত্রাণ দরকার।

‘জাতীয় পাট দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে পাট অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন