নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয়, সেজন্য প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের ওপর চাপ নেই। তবে একটি সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন ভালো নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।
সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সংস্কার কমিশন সংস্কারের বিষয়ে যে প্রতিবেদন দাখিল করেছে তা আমরা পেতে যাচ্ছি। এরইমধ্যে একটি প্রতিবেদন পেয়েছি, সেখানে ভালো ভালো প্রস্তাব এসেছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে, সেগুলো দেখা হবে। সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সু যোগ নেই।
তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করা হচ্ছে। দেখা যাচ্ছে, এই সময়ে অনেকে বাদ পড়েছেন বা বাড়িতে ছিলেন না। যারা ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ পড়েছেন, তাদের জন্য সামনে সুযোগ থাকছে। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ করার সময় থেকে প্রায় ১৬ লাখ মৃত ভোটার সংখ্যা বের হয়েছে, যা হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ যাবে।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।