রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানকালে খিচুড়ি, চাল ও ডেকচিসহ ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ বুধবার রাতে নয়াপল্টন কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, ‘বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেক-ডেকচি উদ্ধার করা হয়েছে।’
বলেছেন, আমরা নয়াপল্টন এলাকার থেকে ১৬০ বস্তা চাল উদ্ধার করেছি। পৌনে দুই লাখ বোতল পানি উদ্ধার করেছি। এসব আনা হয়েছিল রান্নাবান্না করে খেয়ে দেয়ে অবস্থান নেওয়ার জন্য। সমাবেশের ৩ দিন আগে থেকেই নয়া পল্টনের সামনে অবস্থান নিয়েছিল।
আজ বুধবার রাতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, আমরা তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছি। কারো বিরুদ্ধে মামলা রয়েছে, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে- এগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অনেক পুলিশ আহত হয়েছে। তাদের রাজার বাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির কার্যালয়ে থেকে ককটেল ছোড়ার কারণে আমাদের পুলিশ সদস্যরা আহত হয়েছে।