English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
- Advertisement -

প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পদে নারীরা আজ সফল: ড. শিরীন শারমিন চৌধুরী

- Advertisements -

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, সংসদ উপনেতা, স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে নারীরা আজ সফল। পরিবার সামলানোর পাশাপাশি সাফল্যের সঙ্গে কাজ করছেন নারীরা।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৭ মার্চ) তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য। এর মধ্যে ২৩ জন নির্বাচিত নারী সংসদ সদস্য। স্বাধীনতার পর ৫১ বছরের আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। বিশ্বে বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল। আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ।

স্পিকার বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। সামাজিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় তাদের অবদান অনস্বীকার্য। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য মূলধারায় নারীদের সম্পৃক্ততা জরুরি। পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রতিনিয়ত প্রমাণ করছেন নারীরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন