২৮ অক্টোবর কী ঘটনা তারা ঘটালো এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মানুষ, যার ভিতরে এতটুকু মনুষত্ব আছে তারা কি এভাবে পুলিশকে মারতে পারে? পুলিশ কী দোষটা করেছে?
এ সময় পুলিশকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা সেদিন যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অথচ ওই পুলিশের ওপর তারা আক্রমণ করেছে। পুলিশ পেছনে হটে গেছে, তারপরেও এক পুলিশকে ধরে যেভাবে তাকে লাঠিপেটা করেছে, হেলমেট খুলে ফেলে দিয়ে তারা মাথায় কুপিয়েছে।
আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা উপলক্ষ্যে আজ শনিবার আরামবাগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশের হাসপাতাল রাজারবাগ ঢুকে অ্যাম্বুলেন্স পুড়িয়ে সেখানে তাদের ওপর আক্রমণ করেছে। আনসারের ওপর হামলা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে মহিলাদেরনির্যাতন করেছে। বিএনপির সন্ত্রাসীরা রাস্তায় ফেলে মেয়েদের অত্যাচার করেছে। আমি ধিক্কার জানাই এটা কি রাজনীতি?