নির্বাচন নিয়ে কেউ কূটকৌশল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ হতে হবে। এ নির্বাচন নিয়ে কেউ কোনো কূটকৌশল করতে পারবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন সিইসি।
নির্বাচনে সব দলের অংশগ্রহণ বিষয়ে কাজী হাবিবুল বলেন, ‘নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে প্রকৃত অর্থে তা নির্বাচন হয় না। নির্বাচনে প্রতিযোগিতা প্রত্যাশিত। অংশগ্রহণ প্রত্যাশিত। বিরোধী দলগুলোকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দৃঢ়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’
আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা নিয়ে সিইসি বলেন, ‘ইভিএম খুবই সুবিধাজনক একটি জিনিস। ভোটের দিন, ভোটের সময় সহিংসতা হয়। ভোটকেন্দ্রে যে সহিংসতা হয়, তা নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু ইভিএম ব্যবহার করে নির্বাচনকেন্দ্রগুলোকে সহিংসতা থেকে কিছুটা অহিংস করে তোলা সম্ভব।’