‘আদালতের সামনে থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সকালে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-২০২২ শপথ গ্রহণ ও সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন। এ ব্যাপারে কোথায় কোনো গ্যাপ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং কারও কোনো গাফলতি আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৬০তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন কারা ঢাকা বিভাগের উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম।