English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

চিকিৎসায় গাফিলতি বরদাশত করা হবে না: ডা. সামন্ত লাল সেন

- Advertisements -

চিকিৎসায় গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (১০ মার্চ) রাতে রাজশাহী সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর স্বজনরা যে কথায় কথায় চিকিৎসকদের ওপর চড়াও হবেন, ভাঙচুর করবেন- তাও মেনে নেওয়া হবে না।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রাজশাহীতে অজানা রোগে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি এখনো তদন্তাধীন। এছাড়া সম্প্রতি খতনা দেওয়ার সময় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ এলাকায় চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানান। পরে মন্ত্রী রাজশাহী বিভাগের স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন