কাজের জন্য বিদেশ যাওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশগামীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশে কাজের নামে সোনার হরিণ ধরার জন্য অন্ধের মতো না ছুটবেন না।’ বুধবার (৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০-এর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘রিক্রুটিং এজেন্সি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিদেশগামীদের কর্মসংস্থান, নিরাপত্তা, আছে কিনা এই বিষয় নিশ্চিতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ দায় তাদের ওপরেও বর্তায়। আসলে মানুষ নানান কথা চিন্তা করে, ভাবে বিদেশ গেলে হয়তো অনেক অর্থ উপার্জন করা যাবে। সেজন্য অনেকে দালালের খপ্পরে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়। সেজন্য আমি বলবো, আপনারা এসব কাজ করবেন না, দালালের প্ররোচনায় পা বাড়াবেন না।’
বিদেশগামীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সারাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি আমরা। সেখানে আপনারা বিদেশ যেতে নিবন্ধন করতে পারবেন। আর এই নিবন্ধনের মাধ্যমে যেখানে কর্মসংস্থানের সুযোগ হয় সেখানেই পাঠানো হয়। কাজেই সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনারা কারও প্ররোচনায় বিদেশ গিয়ে যদি বিপদে পড়েন তাহলে নিজের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর। লিবিয়ার ঘটনার মতো আর যেন না হয়। এরকম পরিস্থিতির শিকার হবেন না। এখন আমাদের দেশে কাজের অভাব নেই, খাবারের অভাব নেই। তাই সোনার হরিণ ধরার জন্য অন্যের প্ররোচনায় ছুটবেন না। নিবন্ধন করে নিরাপদে যাবেন সেটাই আমরা চাইবো।’