English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

এনআইডি পেলেও ভোট দিতে পারবেন না যারা

- Advertisements -

আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেজন্য ভোটার তালিকা হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের জানুয়ারিতে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে তাদের অনেকেই নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হচ্ছেন। তবে অনেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেলেও ভোট দিতে পারবেন না।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এরমধ্যে যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেননি তারা পরবর্তীতে আবেদন করলে এনআইডি কার্ড পাবেন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

সর্বশেষ ২০২২ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন।

এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরও বাড়বে।

ইসি কর্মকর্তারা জানান, যেসব নাগরিকের বয়স চলতি বছরের ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ হয়েছে। তাদের ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

কিন্তু এরপর যারা ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তারা এনআইডি পেলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। এ ছাড়া যাদের বয়স ১ জানুয়ারির পর ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তবে আবেদন করলে এনআইডি পাবেন।

এ ছাড়া যাদের এনআইডির তথ্য সংশোধন করা প্রয়োজন তারাও আবেদন করতে পারবেন এবং এই সেবা নির্বাচন চলাকালীনও পাওয়া যাবে।

এ বিষয়ে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছিলেন ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী।

এর আগে, গত ১৬ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকার ওপর দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১৭ সেপ্টেম্বর। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন