English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

আন্দোলনে আহত ২৫ জনকে বিদেশে পাঠানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা

- Advertisements -

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার। সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এ কথা বলেন।

নূরজাহান বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এরই মধ্যে আহত তিনজনকে বিদেশে পাঠানো হয়েছে। আরো দুজনের কথা বলা হচ্ছে, এরপর ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের পরিবারের জন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবে। আহতদের বিষয়ে সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের সঠিক চিকিৎসাটা দেওয়া। সেটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

স্বাস্থ্য খাতে বহুমুখী সমস্যা রয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসপাতাল-ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসক-নার্সের সংকট।যন্ত্রপাতির সংকট, অনেক জায়গায় এমআরআই মেশিন, এক্স-রে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন