English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

দুই বছর পর তারা‌বি নামাজে মুস‌ল্লির ঢল

- Advertisements -

স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মস‌জিদসহ দে‌শের অধিকাংশ মস‌জিদে এশার নামাজ শে‌ষে তারা‌বি নামাজ শুরু হ‌য়ে‌ছে। ক‌রোনা মহামারি কাটিয়ে দীর্ঘ দুই বছর পর তারা‌বি নামা‌জে ধর্মপ্রাণ মুস‌ল্লির ঢল নে‌মে‌ছে।

তারা‌বি পড়‌তে মস‌জিদগু‌লো‌তে মুস‌ল্লি‌দের ব‌্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গে‌ছে। ব‌য়োবৃদ্ধ মুস‌ল্লি‌দের সা‌থে শিশ‌ু-কি‌শোরও শা‌মিল হ‌য়ে‌ছে নামা‌জে। বায়তুল মোকাররমসহ দে‌শের বে‌শিরভাগ মস‌জি‌দে খত‌মে তারা‌বি অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

রোববার প্রথম রোজা উপলক্ষে শ‌নিবার (২ এপ্রিল) বাদ এশার পর বায়তুল মোকারর‌মে তারা‌বি নামাজ শুরু হয়। দূরদূরান্ত থে‌কে এখা‌নে নামাজ প‌ড়তে এসেছে‌ন অনেক মুস‌ল্লি। মস‌জি‌দের ভেত‌রে-বাইরে মুস‌ল্লি‌দের উপ‌চেপড়া ভিড়।

দীর্ঘ দুই বছর ক‌রোনার কার‌ণে সু‌যোগ না পাওয়ায় এবার ম‌নের প্রশা‌ন্তি‌তে তারা‌বি নামাজ আদায় কর‌তে পার‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মুস‌ল্লিরা। ক‌রোনা না থাকায় আগের মতো ক‌ঠোর নি‌র্দেশনাও মান‌তে হ‌চ্ছে না তা‌দের।

বায়তুল মোকারর‌মের এক মুস‌ল্লি ব‌লেন, মা‌হে রমজা‌নে ম‌নের শা‌ন্তি‌তে খোদা‌কে ডাক‌তে না পার‌লে কেমন কষ্ট অনুভব হয় তা গত দু’বছর আমরা বু‌ঝে‌ছি। এবার অন্তত মস‌জি‌দে নামাজ পড়‌তে পার‌ছি। একাগ্রচিত্তে এবাদত-বন্দেগী ক‌রে আল্লাহ‌কে ডাক‌তে পারার আনন্দই আলাদা। এজন‌্য মহান আল্লাহর কা‌ছে শোক‌রিয়া জানাই।’

মা‌হে রমজা‌নের উসিলায় ক‌রোনা মহামারিসহ সব ধর‌নের বালা-মু‌সিবত থে‌কে দেশ, জা‌তি ও মুস‌লিম মিল্লাত‌কে হেফাজ‌তের জন‌্য আল্লাহর সাহায‌্য কামনা ক‌রে‌ছেন মুস‌ল্লিরা।

শুধু বায়তুল মোকাররম নয়, দে‌শের প্রত্যেক‌ মস‌জি‌দে বিপুল উৎসা‌হে মুস‌ল্লিরা তারা‌বি নামা‌জ আদায় কর‌ছেন। স্বাস্থ্যবিধি মে‌নে মস‌জি‌দে নামা‌জের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার দে‌শের আকা‌শে চাঁদ দেখা যাওয়ায় রোববার থে‌কে রোজা শুরু হ‌চ্ছে। আগামী ২৬ রমজান (২৮ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন