করোনার বিধিনিষেধ শেষে দুই বছর পর এবার পবিত্র নগরী মক্কায় সমবেত হতে শুরু করেছেন পুরো বিশ্ব থেকে যাওয়া হজযাত্রীরা। সাড়ে আট লাখ বিদেশিসহ মোট ১০ লাখ ব্যক্তিকে এবার হজের অনুমতি দিয়েছে সৌদি প্রশাসন।
এরই মধ্যে কমপক্ষে সাড়ে ছয় লাখ বিদেশি হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ।
মক্কার বিভিন্ন সড়ক ও গলিতে ব্যানার, ফেস্টুন দিয়ে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে।
এদিকে নারীদের জন্য হজের একটি বিধি পরিবর্তন করেছে সৌদি আরব। এ বছর কোনো পুরুষ নিকট আত্মীয় (যাদের বিয়ে করা বৈধ নয়) ছাড়াই হজ করতে পারবেন নারীরা।