English

28 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

আজ আখেরি মোনাজাত, ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের স্রোত

- Advertisements -

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানের পথে মুসল্লিদের স্রোত নেমেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আশুলিয়া বেড়িবাঁধ, স্টেশন রোড, টঙ্গী-ভৈরব সড়কসহ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানমুখী প্রতিটি পথে মুসল্লিদের জোয়ার নামে।

এ দিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি ময়দানের দিকে আসতে শুরু করেন। বিভিন্ন যানবাহন ও নৌপথে এবং পায়ে হেঁটে মুসল্লিদের আসতে দেখে গেছে।

শুরায়ি নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত ৩১ জানুয়ারি আম বয়ানে শুরু হওয়া ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হয় ২ ফেব্রুয়ারি। এরপর গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ জোহর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজনে অংশ নেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস